তুমিহীন
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|14 বার পঠিত
তুমি ছিলে না,
তবু তোমার ছায়া ছিল চারপাশে—
খামোখা জানালায় দোল খায়,
বালিশে ফেলে যায় ঘুমহীন চিহ্ন।
আমি ডাকিনি,
তুমি আসোনি,
তবু প্রতিটি নিঃশ্বাসে ছিলে
অভিমানী ভালোবাসা হয়ে।
এই অনুপস্থিতির মাঝে
তুমি অনেক বেশি বর্তমান।
