শব্দহীন
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|16 বার পঠিত
সব কথা শব্দ চায় না—
কিছু অনুভব হয় নীরবে,
যেমন—
হঠাৎ কারো চলে যাওয়া,
কিংবা কারো না বলেই থেকে যাওয়া।
এই শব্দহীনতা
সবচেয়ে বেশি কথা বলে।
সব কথা শব্দ চায় না—
কিছু অনুভব হয় নীরবে,
যেমন—
হঠাৎ কারো চলে যাওয়া,
কিংবা কারো না বলেই থেকে যাওয়া।
এই শব্দহীনতা
সবচেয়ে বেশি কথা বলে।