বৃষ্টি আইলো

১ বছরের বেশি আগে
|
1 মিনিটের পাঠ
|
10 বার পঠিত

বৃষ্টি আইলো তড়তড়িয়া,

মাটির গন্ধ লইয়া

ধানের পাতায় তুমুল নাচন,

ঘাসের গায়ে ছাইয়া।

গরুর গাড়ি থেমে যায়,

গোধূলি পথ ভিজে,

কাক ডাকে আর পাখা মেলে

ছাতার নিচে সিঁধে।

দিদি বলে আয় না সই,

পদ্ম পাতায় জল দেখি,

বৃষ্টির ফোঁটা ঝমঝমিয়ে

আমরা সবাই মাখি।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা