বিদায়
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|10 বার পঠিত
বিদায় মানে শেষ না,
বিদায় মানে নতুন শুরু—
যদিও হৃদয় জানে,
সব শুরু হয় না নতুন করে।
তবু আমরা বিদায় দিই
নিজেকেই সান্ত্বনা দিয়ে—
যে ভালোবাসা ছিল,
তা হারিয়ে যায় না।
বিদায় মানে শেষ না,
বিদায় মানে নতুন শুরু—
যদিও হৃদয় জানে,
সব শুরু হয় না নতুন করে।
তবু আমরা বিদায় দিই
নিজেকেই সান্ত্বনা দিয়ে—
যে ভালোবাসা ছিল,
তা হারিয়ে যায় না।