অপেক্ষা
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|10 বার পঠিত
অপেক্ষা মানে শুধু বসে থাকা নয়,
অপেক্ষা মানে
হৃদয়ের গভীরে একটা আলোর রেখা রাখা—
যা জানে কেউ আসবে।
প্রতিদিন রাস্তার দিকে তাকানো,
প্রতিটি ঘন্টার শব্দ গোনা,
এটাও একরকম ভালোবাসা।
অপেক্ষা মানে শুধু বসে থাকা নয়,
অপেক্ষা মানে
হৃদয়ের গভীরে একটা আলোর রেখা রাখা—
যা জানে কেউ আসবে।
প্রতিদিন রাস্তার দিকে তাকানো,
প্রতিটি ঘন্টার শব্দ গোনা,
এটাও একরকম ভালোবাসা।