অরণ্যের গান
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|32 বার পঠিত
অরণ্য গায় গান,
যখন কেউ শুনে না,
তখনও পাখিরা গায়, পাতারা নাচে।
তাদের শব্দে নেই কোনো অভিমান,
নেই কোনো দাবী,
তারা শুধু বাঁচে
প্রকৃতির নিজস্ব তালে।
তাদের কাছেই শিখি
নীরবতাই সবচেয়ে জোরালো সুর।
