অরণ্যের গান

৩ মাস আগে
|
1 মিনিটের পাঠ
|
32 বার পঠিত

অরণ্য গায় গান,

যখন কেউ শুনে না,

তখনও পাখিরা গায়, পাতারা নাচে।

 

তাদের শব্দে নেই কোনো অভিমান,

নেই কোনো দাবী,

তারা শুধু বাঁচে

প্রকৃতির নিজস্ব তালে।

 

তাদের কাছেই শিখি

নীরবতাই সবচেয়ে জোরালো সুর।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
3
2
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা