পুরোনো বই

৩ মাস আগে
|
1 মিনিটের পাঠ
|
56 বার পঠিত

পুরোনো বই খুললে

একটা গন্ধ আসে,

যেন কেউ অনেক দিন ধরে অপেক্ষা করছিলো

পাঠকের স্পর্শের জন্য।

 

পাতার ভাঁজে লুকিয়ে থাকে

একটা চিঠি,

একটা শুকনো ফুল,

একটা হারিয়ে যাওয়া দুপুর।

 

বইটা মুখ খুলে বলে—

"ফিরে এসো, আমি হারাইনি,

তুমি-ই বদলে গেছো।"

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
3
2
0
0

পাঠকের মন্তব্য (1)

kadir laskar

·

৩ মাস আগে

khub valo hoyechhe

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা