পুরোনো বই
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|56 বার পঠিত
পুরোনো বই খুললে
একটা গন্ধ আসে,
যেন কেউ অনেক দিন ধরে অপেক্ষা করছিলো
পাঠকের স্পর্শের জন্য।
পাতার ভাঁজে লুকিয়ে থাকে
একটা চিঠি,
একটা শুকনো ফুল,
একটা হারিয়ে যাওয়া দুপুর।
বইটা মুখ খুলে বলে—
"ফিরে এসো, আমি হারাইনি,
তুমি-ই বদলে গেছো।"
