কফির কাপ
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
তোমার সঙ্গে কফি খাওয়ার স্মৃতি
এখনও জেগে থাকে ঠোঁটের পাশে—
একটা নির্দিষ্ট কাপ,
একটা নির্দিষ্ট হাসি,
আর কফির ভেতর ডুবে থাকা চোখ।
তুমি নেই,
কিন্তু প্রতিদিন
কফির কাপের ভেতর তোমাকে দেখি।
