ছুটে যাওয়া
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|9 বার পঠিত
ছুটে চলা থেমে গেলে
নিজেকে চিনতে পারি—
কোথা থেকে এসেছি,
আর কোথায় যেতে চাই।
তবে কখনও কখনও
থেমে যাওয়াটাও প্রয়োজন,
জীবন বুঝে নিতে।
ছুটে চলা থেমে গেলে
নিজেকে চিনতে পারি—
কোথা থেকে এসেছি,
আর কোথায় যেতে চাই।
তবে কখনও কখনও
থেমে যাওয়াটাও প্রয়োজন,
জীবন বুঝে নিতে।