সব আছে
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
আলো, আকাশ, মানুষের ভিড়,
হাসির আড়ালে গা-ছমছমে চেনা মুখ,
কথার ঝংকার সব আছে।
লোকেরা হাসে, পাশে আসে
তবু ছুঁয়ে যায় না ভিতর,
তারা ভাবে আমি আছি,
আসলে আমি নেই।
আমি শুনি
নিজের মনের নিচু স্বর।
চোখের সামনে জল নেই
তবু হৃদয়ের গহনে কুয়াশা জমে।
সব আছে
যা কারও জন্য নয়,
কখনো কখনো হারিয়ে যাওয়া আছে
নিজের মতো করে নিজের কাছে।
