ফুলের গন্ধ

১ বছরের বেশি আগে
|
1 মিনিটের পাঠ
|
10 বার পঠিত

ফুলের গন্ধে মিশে যায় সকাল,

হাওয়ার সুরে বাজে পাখির গান।

 

এই সৌন্দর্যে ভরে ওঠে মন,

যেন নতুন জীবন শুরু হয়।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা

ফুলের গন্ধ - সালেহা খাতুন | সালেহার শব্দ