সাদা কাগজ
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|14 বার পঠিত
সাদা কাগজে কিছুই লিখি না
কারণ মনের ভেতর
এখনও শব্দ আসেনি।
তোমার না বলা কথাগুলোর মতো
এই কাগজও থেকে যায় ফাঁকা,
তবু অনুভব ভরপুর।
সাদা কাগজে কিছুই লিখি না
কারণ মনের ভেতর
এখনও শব্দ আসেনি।
তোমার না বলা কথাগুলোর মতো
এই কাগজও থেকে যায় ফাঁকা,
তবু অনুভব ভরপুর।