তোমার নাম
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|7 বার পঠিত
তোমার নাম উচ্চারণ করলেই
কেমন এক ধরণের কাঁপুনি জাগে—
যেন শব্দের ভেতরে
অনুভবের সুর বেজে ওঠে।
তোমার নামটাই তো
আমার সবচেয়ে প্রিয় কবিতা।
তোমার নাম উচ্চারণ করলেই
কেমন এক ধরণের কাঁপুনি জাগে—
যেন শব্দের ভেতরে
অনুভবের সুর বেজে ওঠে।
তোমার নামটাই তো
আমার সবচেয়ে প্রিয় কবিতা।