ভুলে যেও না
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|17 বার পঠিত
ভুলে যেও না
আমি একদিন
তোমার পৃথিবী ছিলাম—
যার চারপাশে ঘুরত
তোমার সব স্বপ্ন।
আজ তুমি দূরে হলেও
আমার সেই অবস্থান ভুলে যেও না।
ভুলে যেও না
আমি একদিন
তোমার পৃথিবী ছিলাম—
যার চারপাশে ঘুরত
তোমার সব স্বপ্ন।
আজ তুমি দূরে হলেও
আমার সেই অবস্থান ভুলে যেও না।