হারানো গান
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|18 বার পঠিত
হারানো গানের সুর খুঁজে ফিরি,
যা আজ শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে।
তুমি ছিলে আমার সেই গানের নায়ক,
তবু গানটা আজ হারিয়ে গেছে।
হারানো গানের সুর খুঁজে ফিরি,
যা আজ শুধু স্মৃতির পাতায় রয়ে গেছে।
তুমি ছিলে আমার সেই গানের নায়ক,
তবু গানটা আজ হারিয়ে গেছে।