রাতে
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|10 বার পঠিত
রাতে সব কিছু নিঃশব্দ হয়ে যায়
তখন শব্দও ঘুমিয়ে পড়ে—
শুধু জেগে থাকে
তোমার স্মৃতি আর আমার নিঃশ্বাস।
এই নীরবতার মাঝেই
তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
রাতে সব কিছু নিঃশব্দ হয়ে যায়
তখন শব্দও ঘুমিয়ে পড়ে—
শুধু জেগে থাকে
তোমার স্মৃতি আর আমার নিঃশ্বাস।
এই নীরবতার মাঝেই
তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।