একঝলক তোমায় দেখার অপেক্ষায়
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
একঝলক তোমায় দেখার অপেক্ষায়
রাত কাটে বেদনার আঁধারে,
প্রতিটি সুর মনে পড়ে তোমার নাম।
তুমি আসো না,
তবু আমি অপেক্ষা করি চুপিচুপি।
একঝলক তোমায় দেখার অপেক্ষায়
রাত কাটে বেদনার আঁধারে,
প্রতিটি সুর মনে পড়ে তোমার নাম।
তুমি আসো না,
তবু আমি অপেক্ষা করি চুপিচুপি।