ধূসর সকাল

প্রায় ২ বছর আগে
|
1 মিনিটের পাঠ
|
12 বার পঠিত

ধূসর সকালটা নিঃশব্দ,

মেঘেরা জমে আছে অন্ধকারে,

কিন্তু ভোরের আশায় মন গড়ে তোলে নতুন আশা।

 

এই ধূসর আকাশেও আছে

একদিন নতুন রং ফুটে উঠবে।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা