চাঁদের নিচে

প্রায় ২ বছর আগে
|
1 মিনিটের পাঠ
|
10 বার পঠিত

চাঁদের নিচে বসে

তোমার কথা ভাবি—

তুমি ঠিক এই আলোয় হাঁটতে হাঁটতে

আমার মনটাকে ছুঁয়ে গেলে।

 

এই আলোয় আজও

তোমার ছায়া খুঁজি প্রতিদিন।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা