জানালার বাইরে

১ বছরের বেশি আগে
|
1 মিনিটের পাঠ
|
10 বার পঠিত

জানালার বাইরে তাকিয়ে দেখি

আকাশের রঙ বদলাচ্ছে—

নীল থেকে ধূসর,

ধূসর থেকে অন্ধকার।

 

মনে হয়,

আমার মনের রঙও একই রকম—

তোমার দূরত্বে প্রতিদিন ফিকে হয়ে যায়।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা