ভাঙা ঘড়ি
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|10 বার পঠিত
ঘড়িটা ভেঙে পড়েছে
তবু আমি সময় দেখি,
কারণ তুমি বলেছিলে
"ভালোবাসা থেমে গেলে
সময়ও থেমে যায়"।
আজও সেই থেমে যাওয়া সময়েই বেঁচে আছি।
ঘড়িটা ভেঙে পড়েছে
তবু আমি সময় দেখি,
কারণ তুমি বলেছিলে
"ভালোবাসা থেমে গেলে
সময়ও থেমে যায়"।
আজও সেই থেমে যাওয়া সময়েই বেঁচে আছি।