পায়ের শব্দ
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|12 বার পঠিত
রাতে ঘুম ভেঙে গেলে
কখনো কখনো মনে হয়
তোমার পায়ের শব্দ শুনতে পাচ্ছি—
ধীরে ধীরে, করিডোর পেরিয়ে,
আমার দিকে আসছে।
আসলে কেউ আসে না,
শুধু স্মৃতির পায়ে শব্দ হয়
আর আমি ঘুমাতে পারি না।
