বুকের ভেতর শহর
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
এই শহর শুধু রাস্তা নয়,
এই শহর আমার বুকের ভেতর—
চিৎকার করে, হাসে,
মাঝে মাঝে কাঁদতেও শেখায়।
ট্র্যাফিক লাইটের মতো
আমার অনুভূতিগুলো রঙ পাল্টায়
প্রতিদিন।
এই শহর শুধু রাস্তা নয়,
এই শহর আমার বুকের ভেতর—
চিৎকার করে, হাসে,
মাঝে মাঝে কাঁদতেও শেখায়।
ট্র্যাফিক লাইটের মতো
আমার অনুভূতিগুলো রঙ পাল্টায়
প্রতিদিন।