আয়নার দিকে
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|14 বার পঠিত
প্রতিদিন তাকাই আয়নার দিকে,
নিজেকেই প্রশ্ন করি—
"তুই কেমন আছিস?"
কখনো উত্তর আসে,
কখনো শুধু চোখের নিচে কালি বলে দেয়
যে সব কিছু ঠিক নেই।
তবু মুখে একটা হাসি এঁকে নিই,
কারণ এই শহরে
দুঃখ দেখানো মানা।
