চিঠির বাক্স
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|12 বার পঠিত
পুরোনো চিঠির বাক্স খুললে
তোমার হাতের লেখা দেখি—
আঙ্গুলের স্পর্শ পায় কাগজ,
আর মন ছুঁয়ে যায় স্মৃতিতে।
চিঠিগুলো আজও জবাব চায় না—
শুধু ভালোবাসা চায়।
পুরোনো চিঠির বাক্স খুললে
তোমার হাতের লেখা দেখি—
আঙ্গুলের স্পর্শ পায় কাগজ,
আর মন ছুঁয়ে যায় স্মৃতিতে।
চিঠিগুলো আজও জবাব চায় না—
শুধু ভালোবাসা চায়।