সময়ের ঢেউ

প্রায় ২ বছর আগে
|
1 মিনিটের পাঠ
|
12 বার পঠিত

সময় ঢেউয়ের মতো,

যা থামে না কখনো,

বয়ে চলে নিঃসঙ্গ ভাবে।

 

আমরা ধরা দেয়ার চেষ্টা করি,

কিন্তু পড়ে যাই বারবার।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
1
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা