একাকীত্বের ছায়া

প্রায় ২ বছর আগে
|
1 মিনিটের পাঠ
|
11 বার পঠিত

একাকীত্বের ছায়া পরে,

তবুও আমি দাঁড়াই হাসিমুখে।

 

কারণ জানি,

অন্ধকারেও আলো থাকে কোথাও।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা