স্মৃতির ঘর
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|17 বার পঠিত
স্মৃতির ঘর সাজিয়ে রেখেছি
যেখানে শুধু তোমার ছবি,
তোমার হাসি, তোমার কথা।
দুর থেকে আমি আসি সেই ঘরে,
ভালোবাসা নিয়ে ফিরে যাই।
স্মৃতির ঘর সাজিয়ে রেখেছি
যেখানে শুধু তোমার ছবি,
তোমার হাসি, তোমার কথা।
দুর থেকে আমি আসি সেই ঘরে,
ভালোবাসা নিয়ে ফিরে যাই।