সাহস
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|21 বার পঠিত
সাহস মানে পাহাড় চড়া নয়,
সাহস মানে নিজের চোখে চোখ রাখা।
ভয় পেতে পেতেই
একটা পা বাড়ানো,
নিজেকে বলার চেষ্টা—"আমি পারবো"।
কেউ দেখে না,
তবু প্রতিদিন আমরা সাহস করি—
নিজের মতো করে বাঁচার জন্য।
