ব্যস্ত শহর
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|20 বার পঠিত
এই শহরে সবাই হাঁটে দ্রুত,
কারও দিকে তাকায় না,
কারও অপেক্ষায় থামে না।
লাইট বদলায়, রাস্তা কাটে,
বিলবোর্ডে হাসে অচেনা মুখ—
কিন্তু জানালার ওপারে একা দাঁড়িয়ে থাকে কেউ।
এই শহর জানে
ভালোবাসা নেই,
আছে শুধু ব্যস্ততা আর ব্যস্ত হবার অজুহাত।
