শেষ চিঠি
- সালেহা খাতুন -
প্রায় ২ বছর আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
এই চিঠি হয়তো শেষ—
আর কিছু বলার নেই,
শুধু অল্প কিছু কথা রয়ে গেছে
যা বলা হয়নি তখন।
তুমি জানোই তো,
আমার চুপ করে থাকা মানে
অনেক শব্দ জমা।
এই চিঠি হয়তো শেষ—
আর কিছু বলার নেই,
শুধু অল্প কিছু কথা রয়ে গেছে
যা বলা হয়নি তখন।
তুমি জানোই তো,
আমার চুপ করে থাকা মানে
অনেক শব্দ জমা।