ফিরিয়ে আনা স্মৃতি
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|13 বার পঠিত
পুরোনো দিনের স্মৃতি ফেরাতে চাই,
যেখানে হাসি ছিলো অগাধ।
আজও চোখে জল আসে,
সেই দিনের কথা মনে পড়লে।
পুরোনো দিনের স্মৃতি ফেরাতে চাই,
যেখানে হাসি ছিলো অগাধ।
আজও চোখে জল আসে,
সেই দিনের কথা মনে পড়লে।