দরজা
- সালেহা খাতুন -
১ বছরের বেশি আগে
|1 মিনিটের পাঠ
|11 বার পঠিত
প্রতিদিন খুলে দিই এক দরজা
তোমার ফেরার আশায়,
তুমি আসো না,
তবুও দরজাটা বন্ধ করি না।
এই খোলা দরজাই
আমার ভালোবাসার প্রতীক।
প্রতিদিন খুলে দিই এক দরজা
তোমার ফেরার আশায়,
তুমি আসো না,
তবুও দরজাটা বন্ধ করি না।
এই খোলা দরজাই
আমার ভালোবাসার প্রতীক।