দরজা

১ বছরের বেশি আগে
|
1 মিনিটের পাঠ
|
11 বার পঠিত

প্রতিদিন খুলে দিই এক দরজা

তোমার ফেরার আশায়,

তুমি আসো না,

তবুও দরজাটা বন্ধ করি না।

 

এই খোলা দরজাই

আমার ভালোবাসার প্রতীক।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা