প্রস্থান
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|8 বার পঠিত
তুমি চলে গেলে—
নীরব এক প্রস্থানের মতো,
কোনো শব্দ ছাড়াই,
কোনো দুঃখ ছাড়াই।
আমি দাঁড়িয়ে ছিলাম,
হয়তো কিছু বলবো বলে,
কিন্তু কিছুই বলিনি—
কারণ কোনো কথা যথেষ্ট নয় এক বিদায়ের জন্য।
তবু তোমার চলে যাওয়ায়
আমার ভিতর কিছু থেকে গেল,
যা আজও যায়নি
কোনো পথে, কোনো দিক।
