মাটির ঘ্রাণ

৩ মাস আগে
|
1 মিনিটের পাঠ
|
16 বার পঠিত

বৃষ্টি পড়ার পর মাটির যে ঘ্রাণ,

তা শুধু নাকে নয়,

মনে লেগে থাকে বহুদিন।

 

সে ঘ্রাণে থাকে—

শিশুকালের ভিজে মাঠ,

মায়ের ডেকে নেওয়া বিকেল,

আর কিছু অকারণে খুশি হয়ে যাওয়ার মুহূর্ত।

 

মাটি জানে—

আমরা একদিন ফেরত যাব,

তবু সে প্রতিটি বৃষ্টিতে

আমাদের ভালোবাসার গল্প শোনে।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা