হারিয়ে যাওয়া দিন
- সালেহা খাতুন -
৩ মাস আগে
|1 মিনিটের পাঠ
|12 বার পঠিত
যে দিনগুলো হারিয়ে গেছে
তারা আসলে হারায়নি,
তারা আছে—
আমার খাতার ভিতর,
এক একটা শব্দে, এক একটা দাগে।
তারা ফিরে আসে—
গন্ধে, সুরে, রোদে ঝলকে,
যেমন আসে পুরোনো ডায়েরির পৃষ্ঠায় চাপা পড়ে থাকা চিঠি।
তাদের আমি ডাকিনা,
তারা নিজেরাই ফিরে আসে,
আমার নিঃশ্বাসে সুর বেঁধে যায়।
