অবিরাম

৩ মাস আগে
|
1 মিনিটের পাঠ
|
10 বার পঠিত

তুমি ছিলে না,

তবু ভালোবাসা ছিল,

ঠিক যেমন আকাশ থাকে

মেঘের আড়ালে।

 

আমি ডাকিনি,

তুমি সাড়া দাওনি,

তবু শব্দের ভিতর একটা স্পর্শ জমে রইল।

 

এভাবে অনেক কিছু থাকে,

থাকেই—

অবিরাম, নিরব,

জল হয়ে নেমে আসে চুপিচুপি।

সালেহা খাতুন

সালেহা খাতুন

সম্পূর্ণ প্রোফাইল
0
0
0
0

পাঠকের মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মন্তব্য দিন

বিভাগ অনুযায়ী কবিতা